প্রিয় হত্যা মামলা নথিভুক্ত করছে না পুলিশ, ১১ ঘণ্টা ধরে নিউমার্কেট থানায় পরিবার

নিউমার্কেট থানার সামনে প্ল্যাকার্ড হাতে প্রিয়'র মা, বোন ও বন্ধুরা। ছবি: সংগৃহীত

গত ১৯ জুলাই রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় কোটা সংস্কার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন সাংবাদিক তাহির জামান প্রিয় (২৮)।

এ ঘটনায় তার পরিবারের হত্যা মামলা নথিভুক্ত করছে না নিউমার্কেট থানা।

আজ মঙ্গলবার সকাল ১১টায় প্রিয়'র মা শামসি আরা জামান, তার বোন তাসফিয়া আলমসহ কয়েকজন বন্ধু নিউমার্কেট থানায় যান।

রাত ১০টা পর্যন্ত থানায় অবস্থান করার পরও মামলা নেওয়া হয়নি।

প্রিয়'র বোন তাসফিয়া আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা এখানে ১১ ঘণ্টা ধরে অপেক্ষা করছি। কিন্তু তারা (পুলিশ) মামলাটি নথিভুক্ত করছে না। তারা বলছে, আমরা অভিযোগ থেকে ওসি এবং সহকারী কমিশনারের নাম বাদ দিলে তারা মামলা নেবে।'

তিনি জানান, প্রিয় হত্যা মামলার অভিযোগে তারা ৭ আসামির উল্লেখ করেছেন। তাদের মধ্যে নিউমার্কেট থানার সাবেক ওসি মো. আমিনুল ইসলাম এবং ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (নিউমার্কেট জোন) মো. রেফাতুল ইসলামের নাম আছে।

পুলিশ মামলা নথিভুক্ত না করায় প্রিয়'র পরিবার ও বন্ধুরা প্ল্যাকার্ড হাতে থানার সামনে অবস্থান নেন।

অভিযোগে উল্লেখ করা অপর আসামিরা হলেন-সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিএমপির সাবেক ডেপুটি কমিশনার (রমনা জোন) মোহাম্মদ আশরাফ ইমাম এবং ডিএমপির এডিসি (নিউমার্কেট জোন) হাফিজ আল আসাদ। 

মামলা না নেওয়ার বিষয়ে জানতে সহকারী কমিশনার রেফাতুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ডেইলি স্টারকে বলেন, 'আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
বিলম্বের জন্য ক্ষমা চাইছি। থানায় তদন্ত কর্মকর্তা না থাকায় দেরি হচ্ছে।'

Comments

The Daily Star  | English
VAT changes by NBR

Govt divides tax authority in IMF-backed reform

An ordinance published last night disbands NBR and creates two new divisions

1h ago