গুলিতে রিকশাচালকের মৃত্যুতে বগুড়ায় শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা
ছাত্র-জনতার আন্দোলনে বগুড়ায় এক রিকশাচালকের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
মামলায় বগুড়া আওয়ামী লীগের আরও ৮০ নেতাকর্মী এবং অজ্ঞাত আরও ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে।
নিহত রিকশাচালক কমর উদ্দিনের (৪২) স্ত্রী তাহমিনা বেগম বাদী হয় গতকাল সোমবার দিবাগত রাতে বগুড়া সদর থানায় এ মামলা করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইহান ওলিউল্লাহ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত কমর উদ্দিন বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের আকাশতারা এলাকার বাসিন্দা ছিলেন।
নিহত কমর উদ্দিনের জাতিজা জহুরুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'গত ৪ আগস্ট সকালে শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দেন কমর উদ্দিন। বিকেলে নবাববাড়ী এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হন কমর উদ্দিন।'
গুলিবিদ্ধ কমর উদ্দীনকে প্রথমে বগুড়া ডায়াবেটিক হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার সারা শরীরে ছররা গুলির চিহ্ন ছিল বলে জানান জহুরুল।
ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, 'মামলায় হত্যার হুকুমদাতা হিসেবে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে আসামি করা হয়েছে। তবে মামলায় অভিযুক্তদের গুলিতে আহত হয়ে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।'
Comments