বিটিভিতে হামলা: বিএনপি নেতা এ্যানিসহ ৩ জনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

ঢাকার রামপুরায় গত ১৮ জুলাই বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রধান কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ তিনজনের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বাকি দুজন হলেন—বিএনপি কর্মী গোলাম দস্তগীর প্রিন্স ও এবিএম খালিদ হাসান।

গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন শিকদার তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করলে ঢাকা মহানগর হাকিম শান্তা আক্তার এ আদেশ দেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, এ্যানিসহ এই তিন আসামি অন্যান্য পলাতক আসামিদের সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন এবং এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারের জন্য তাদের রিমান্ডে নেওয়া দরকার।

আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, তার মক্কেলদের রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এই মামলায় জড়ানো হয়েছে। রিমান্ডের আবেদন বাতিলসহ জামিনের আবেদন করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে একই মামলায় সুলতান সালাউদ্দিন টুকুসহ ​​বিএনপি ও জামায়াতে ইসলামীর আরও ছয় নেতাকে পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়। বাকিরা হলেন—বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, ঢাকা উত্তর মহানগর শাখার সদস্য সচিব আমিনুল হক, এম এ সালাম ও মাহমুদুস সালেহীন এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রিমান্ড শেষে তারা এখন জেলহাজতে রয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, গত ১৮ জুলাই বিএনপি-জামায়াত নেতাদের উসকানিতে প্রায় তিন থেকে চার হাজার উচ্ছৃঙ্খল মানুষ বিটিভি ভবনে তাণ্ডব চালায়।

তারা যানবাহন, কক্ষ ও যন্ত্রপাতি ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। এর ফলে রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেলের ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

Comments

The Daily Star  | English

Public gatherings banned in key Dhaka areas from tomorrow: ISPR

Restrictions imposed to maintain order near Chief Adviser’s Office, military zones

2h ago