কোটা আন্দোলন

টঙ্গীতে ২৫০ জনের বিরুদ্ধে মামলা, ৫টি বাঁশের লাঠি ও ২টি ইটের টুকরাসহ গ্রেপ্তার ৭

খবর পেয়ে পুলিশ পাঁচটি বাঁশের লাঠি ও দুইটি ইটের টুকরাসহ তাৎক্ষনিকভাবে সাত জনকে গ্রেপ্তার করে।
স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সহিংসতার অভিযোগে টঙ্গীতে কোটা সংস্কার আন্দোলনকারী ২৫০ জনের বিরুদ্ধে মামলা এবং সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার দুপুর আড়াইটার দিকে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, গ্রেপ্তারকৃতরা হলেন—আনোয়ার হোসেন স্বপন (৩৬), রাব্বি চৌধুরী (২১), আবু তাহের (২৭), মাহাবুব আলম (৩১), সোহেল (৩৬), হারুনুর রশিদ মিঠুন (২৮) ও রবি হোসেন (৩০)।

তিনি বলেন, '২৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তারা কেউই শিক্ষার্থী না।'

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা দেশীয় অস্ত্র, বাঁশের লাঠি ও ইটের টুকরা নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও টঙ্গী-ঢাকা ফ্লাইওভারের কার্যক্ষমতা নষ্ট করতে অন্তর্ঘাতমূলক কার্যক্রম করার জন্য টঙ্গীর দত্তপাড়া সমাজ কল্যাণ রোডে গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে প্রস্তুতি নেয়। খবর পেয়ে পুলিশ পাঁচটি বাঁশের লাঠি ও দুইটি ইটের টুকরাসহ তাৎক্ষনিকভাবে সাত জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের আদালতে নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

Comments