‘এমপির লোক’ পরিচয়ে ভিজিএফের কার্ড দাবি, না পেয়ে ইউপি চেয়ারম্যানকে মারধর

মানচিত্রে নাটোর
মানচিত্রে নাটোর। স্টার ফাইল ফটো

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ভিজিএফের চাল বিতরণের তালিকা নিয়ে বাগবিতণ্ডায় মাঝগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে মারপিট ও কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ইউপি কার্যালয়ে এই ঘটনা ঘটে।

মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল বলেন, 'ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি করে বিশেষ ভিজিএফের চাল বিতরণের জন্য আমার ইউনিয়নের দুই হাজার ২৪৯ জন দুঃস্থ মানুষের তালিকা তৈরি করা হয়েছে। শনিবার চাল বিতরণ করার কথা রয়েছে।'

তিনি বলেন, 'কিন্তু দুপুরে হঠাৎ করে স্থানীয় কয়েকজন ইউনিয়ন পরিষদে গিয়ে স্থানীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর লোক পরিচয় দিয়ে বরাদ্দের ৫০ শতাংশ কার্ড চান।'

চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল বলেন, 'এমপির লোক পরিচয় দিয়ে কার্ড চাইলে আমি বলেছি সমন্বয় করে দিবো। এ কথা বলতেই আমাকে মারধর শুরু করে।'

আহত দুলাল হাসপাতালে চিকিৎসা নেওয়া শেষে থানায় অভিযোগ করবেন বলে জানান।

তিনি অভিযোগ করেন, এ সময় তার কার্যালয় ভাঙচুর করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

চেয়ারম্যানকে মারপিট ও ইউপি কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। দুপুর ১টা থেকে ক্ষুব্ধ জনতা বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক অবরোধ করে।

দুপুর দেড়টার দিকে পুলিশ গিয়ে হামলাকারীদের আটকের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা।

এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাটোর-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, 'আমি সংসদ অধিবেশনে আছি। চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা জানতাম না। পরে খোঁজ নিয়ে জানলাম, কিছু লোক চেয়ারম্যানের কাছে গিয়েছিল ভিজিএফের তালিকা নিতে। এতে ক্ষুব্ধ হয়ে চেয়ারম্যান তাদের গালিগালাজ করেন। পরে চেয়ারম্যান নিজেই চেয়ার-টেবিল ভেঙে তাদের ফাঁসানোর চেষ্টা করছেন।'

তিনি দাবি করেন, 'আমাকে জড়িয়ে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।'

নাটোরের বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজিব বলেন, 'ইউনিয়ন পরিষদে ঢুকে চেয়ারম্যানকে মারধর ও অফিস ভাঙচুরের ঘটনায় জড়িতদের সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'

তিনি জানান, ভিজিএফ কার্ড বিতরণে কোনো অনিয়ম হয়েছে কি না, সেটা দেখবে উপজেলা প্রশাসন।

বড়াইগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, 'ওই ইউনিয়নে ভিজিএফ বিতরণ করা হবে আগামী শনিবার। বিতরণের আগে অনিয়ম হওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু ফৌজদারি অপরাধ হয়েছে পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নেবে।'

Comments

The Daily Star  | English

Trump gives Mexico 90-day tariff reprieve as deadline for higher duties looms

Approximately 85% of Mexican exports comply with the rules of origin outlined in the USMCA

29m ago