পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার

জনেন্দ্র নাথ সরকার। ছবি: সংগৃহীত

বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) নতুন চেয়ারম্যান হয়েছেন জনেন্দ্র নাথ সরকার।

আজ রোববার রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জনেন্দ্র নাথ সরকার এর আগে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন।

তিনি পেট্রোবাংলার বিদায়ী চেয়ারম্যান মো. মাহবুব হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন।

Comments

The Daily Star  | English
 Al Bakhera killings Al Bakhera killings

Killings in Chandpur: Water transport workers go on strike

Water transport workers has started an indefinite strike from midnight

1h ago