আদালত অবমাননা: আইনজীবী আশরাফুলকে তলব, মামলা পরিচালনায় নিষেধাজ্ঞা

স্টার ফাইল ফটো

ফেসবুক লাইভে এসে বিচারক ও কয়েকজন আইনজীবীকে নিয়ে কটূক্তি করায় ব্যারিস্টার আশরাফুল ইসলামকে আগামী ২৯ আগস্ট আদালতে হাজির হতে তলব করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

একই সঙ্গে এ সময়ের মধ্যে আশরাফুল ইসলাম দেশের কোনো আদালতে আইন প্র্যাকটিস করতে পারবেন না বলেছেন আপিল বিভাগ।

আশরাফুল ইসলামের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আইনজীবী এ কিউ এম জাকারিয়ার করা আদালত অবমাননার আবেদন শুনানি নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন।

রিটকারীর আইনজীবী আহসানুল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, আশরাফুল আলম বিভিন্ন সময়ে একজন বিচারক ও আইনজীবীকে নিয়ে যে ফেসবুক লাইভে বক্তব্য দিয়েছেন সেগুলোর বিষয়বস্তু সরিয়ে ফেলতেও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

আশরাফুলের কোনো মন্তব্য প্রকাশ না করতেও গণমাধ্যমকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

Comments

The Daily Star  | English
Chief Adviser Yunus calls for national unity in Bangladesh

Chief Adviser Yunus to call for national unity

He will hold meetings with all political parties tomorrow to discuss this

2h ago