লুডু খেলতে গিয়ে থাপ্পড়, প্রতিশোধ নিতে হত্যা
চট্টগ্রামের বন্দর থানার কাস্টমস এলাকায় আলমগীর ফকির নামে এক রিকশাচালককে হত্যার অভিযোগে আরেক রিকশাচালক আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ বলছে, লুডু খেলতে গিয়ে ঝগড়ার সময় থাপ্পড় মারার প্রতিশোধ হিসেবে আলমগীরকে হত্যার পর মরদেহ রাস্তার পাশে ফেলে যায় আরিফ। পরে সে আলমগীরের রিকশা ও মোবাইল নিয়ে বিক্রি করে দেয়।
আজ রোববার দুপুরে আরিফকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানান নগর পুলিশের বন্দর জোনের উপকমিশনার (ডিসি) শাকিলা সোলতানা।
গত ৩০ মে আলমগীর ফকিরের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, মাথায় ভারী কিছুর আঘাতে আলমগীরকে হত্যা করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার উপপুলিশ পরিদর্শক হাছান আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আলমগীর ও আরিফ একই গ্যারাজের রিকশা চালাতেন। একদিন লুডু খেলতে গিয়ে ঝগড়ার সময় আরিফকে থাপ্পড় মারেন আলমগীর। সেই ক্ষোভ থেকেই আরিফ তাকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী গত ৩০ মে গভীর রাতে আরিফ আলমগীরের রিকশায় ওঠে। রিকশাটি কাস্টমস এলাকায় পৌঁছালে সে লোহার রেঞ্জ দিয়ে মাথায় আঘাত করলে রাস্তার ওপর পরে যায় আলমগীর। এরপর আলমগীরের শরীরের নানা জায়গায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে রিকশা ও মুঠোফোন নিয়ে পালিয়ে যায় আরিফ।'
'রিকশাটি পরে খুলে খুলশীর একটি ভাঙ্গারির দোকানে সাড়ে তিন হাজার টাকায় বিক্রি করে আরিফ। পুলিশ সেটি উদ্ধার করেছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত রেঞ্জটি জব্দ করেছে', বলেন তিনি।
নিহতের ছেলে মিরাজ এ ঘটনায় বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে বলেও জানিয়েছে পুলিশ।
Comments