শেখ হাসিনা ও পরিবারের ৩১ ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

শেখ হাসিনা, রেহানা ও রাদওয়ান সিদ্দিক ববি। ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান সিদ্দিক ববি ও তাদের প্রতিষ্ঠানের ৩১টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

এসব ব্যাংক হিসাবে তাদের ৩৯৪ কোটি ৬০ লাখ ৭২ হাজার ৮০৫ টাকা জমা আছে।

আজ মঙ্গলবার দুদকের উপ-পরিচালক মনিরুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জাকির হোসেন এ আদেশ দেন।

আবেদনে দুদক বলেছে, এসব ব্যাংক হিসাব থেকে অর্থ স্থানান্তরের চেষ্টা করছেন শেখ হাসিনাসহ অন্যরা। সুতরাং, তাদের অর্থ স্থানান্তর থেকে বিরত রাখতে ব্যাংক হিসাবগুলো জব্দের আদেশ দেওয়া উচিত।

এর আগে গত ১১ মার্চ একই আদালত শেখ হাসিনা, শেখ রেহানা এবং তাদের পরিবারের পাঁচ সদস্য ও তাদের প্রতিষ্ঠানের ১২৪টি ব্যাংক হিসাব জব্দ করতে দুদককে নির্দেশ দেন।

পরিবারের অন্য সদস্যরা হলেন- জয়, পুতুল, রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক, তাদের পরিবারের সদস্য বুশরা সিদ্দিক ও শাহিন সিদ্দিক।

একই আদালত শেখ হাসিনা, রেহানা, জয়, পুতুল, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন।

২০২৪ সালের ১৭ ডিসেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ ৯টি প্রকল্পে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৮০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক।

২০২৪ সালের ২২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে ৩০ কোটি ডলার পাচারের অভিযোগে হাসিনা ও জয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করে কমিশন।

পূর্বাচল নিউ টাউন প্রজেক্ট প্রকল্পের প্লট পেতে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা ছয়টি মামলায় গত ১০ মার্চ শেখ হাসিনা, শেখ রেহানা ও তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র গঠনের অনুমোদন দেয় দুদক।

Comments

The Daily Star  | English

Is the govt secretly backing wrongdoers?

BNP acting chairman Tarique Rahman yesterday questioned whether the government is being lenient on the killers of Lal Chand, alias Sohag, due to its silent support for such incidents of mob violence.

1h ago