চাটখিলে ইউপি সদস্যকে কুপিয়ে জখমের অভিযোগে তরুণকে পিটিয়ে হত্যা

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীর চাটখিলে এক ইউপি সদস্যকে কুপিয়ে আহতের অভিযোগে এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ, তবে তাদের নাম পরিচয় জানানো হয়নি।

নিহত আহাদ আহমেদ (২০) উপজেলার পশ্চিম নোয়াখলা গ্রামের বাবর হোসেনের ছেলে। 

আজ রোববার ভোররাতের দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম নোয়াখলা গ্রামে এ ঘটনা ঘটে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে নোয়াখলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ওমর ফারুক পাটোয়ারীকে তার ভাড়া বাসায় ঢুকে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। খবর পেয়ে মেম্বারের অনুসারী ও এলাকার লোকজন আহাদের বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে তাকে তার বাড়িতে ঢুকে পিটিয়ে গুরুতর আহত করলে আহাদ ঘটনাস্থলেই মারা যান।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ফারুক মেম্বারের ঘরে গিয়ে আহাদ নামে এক ছেলে তাকে কুপিয়ে আহত করে। পরে এলাকার লোকজন একত্রিত হয়ে অভিযুক্তের বাড়িতে গিয়ে তাকে মারধর করে। এক সময় গণপিটুনিতে তিনি মারা যান।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, নিহত আহাদ শরীফ বাহিনীর সদস্য ছিলেন বলে জানা গেছে। তবে তার বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই।

তিনি বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ চার জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মানিক বলেন, আহত মেম্বারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।   

Comments

The Daily Star  | English

Cargo ship with Pakistani goods reaches Ctg anchorage

On its second trip, it brings refined sugar, dolomites, fabrics, electronics, etc from Pakistan and UAE

44m ago