ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার
ঢাকার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ এক যুবলীগ নেতা ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃত মো. আব্দুল হামিদ (৪০) সাভারের বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মণ্ডলের খালাতো ভাই।
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, গতকাল সোমবার রাতে বিরুলিয়ার খনিজনগর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মো. আব্দুল হামিদ ও তার সহযোগী পপি আক্তারকে (২০) গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, অভিযানের সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের নামে সাভার মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
ডিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে তারা দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিরুলিয়া ও এর আশেপাশের এলাকায় বিক্রয় করতেন।
বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মণ্ডল দ্য ডেইলি স্টারকে বলেন, 'হামিদ আমার খালাতো ভাই। কিন্তু তার সঙ্গে আমার দীর্ঘদিন যোগাযোগ নেই।'
ইয়াবাসহ আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'আমি শুনেছি। কিন্তু এ সম্পর্কে আসলে কিছুই জানি না।'
সাভার থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আব্দুল হামিদ বিরুলিয়া ইউনিয়ন শাখা যুবলীগের সভাপতি। তিনি ইয়াবাসহ আটক হয়েছেন, বিষয়টি জেলা কমিটিকে জানানো হয়েছে।'
Comments