কক্সবাজারের ‘রিসোর্ট মালিক’ ৬ হাজার ইয়াবাসহ ঢাকায় গ্রেপ্তার

গ্রেপ্তার কাজী জাফর সাদেক (রাজু) কক্সবাজার কলাতলী মেরিন ইকো রিসোর্টের মালিক বলে জানা গেছে।
স্টার অনলাইন গ্রাফিক্স

ঢাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কক্সবাজারের এক রিসোর্ট মালিকসহ ৫ জনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গতকাল মঙ্গলবার ও আজ বুধবার রাজধানীর গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও রামপুরা এলাকায় অভিযানের সময় তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতদের মধ্যে কাজী জাফর সাদেক (রাজু) কক্সবাজার কলাতলী মেরিন ইকো রিসোর্টের মালিক।

অধিদপ্তরের ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল বনানী এলাকা থেকে ১১২ পিস ইয়াবাসহ আহম্মেদ সাবাব (২৬) ও সাদি রহমানকে (২৬) এবং গুলশান এলাকা থেকে তাহরিম ইসলাম রবিনকে (৪৩) গ্রেপ্তার করা হয়।

তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ক্যান্টনমেন্ট এলাকা থেকে মো. আরাফাত আবেদীনকে (৩৮) ২ হাজার ৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

আরাফাতের তথ্যের ভিত্তিতে রামপুরা এলাকা থেকে জাফর সাদেককে ৬ হাজার ইয়াবাসহ আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে বনানী, গুলশান, ঢাকা ক্যান্টনমেন্ট ও রামপুরা থানায় পৃথক পৃথক মামলা করা হয়েছে।

Comments