কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় ‘চোরাকারবারি’ আটক
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটকের পর আজ রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক বাদল মিয়া (২৮) পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার নটকোবাড়ী করলা গ্রামের বাসিন্দা। তিনি সীমান্তে চোরাকারবারির সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, ওই ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশের প্রায় দুই কিলোমিটার ভেতরে ঢুকে শনিবার রাতে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজার এলাকায় অবস্থান করছিলেন।
স্থানীয়রা বিষয়টি বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যদের জানালে, তারা সেখানে গিয়ে তাকে আটক করে। পরে ওই তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করে ফুলবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ ডেইলি স্টারকে বলেন, 'আটক বাদল পুলিশকে জানিয়েছেন যে তিনি সীমান্তে চোরাকারবারের সঙ্গে জড়িত। চোরাকারবারিদের সঙ্গে দেখা করতে তিনি বাংলাদেশে প্রবেশ করেন।'
Comments