রায়পুরায় অগ্রণী ব্যাংকের ভেতর পড়ে আছে ২ আনসার সদস্যের মরদেহ

নরসিংদীতে অগ্রণী ব্যাংকের ভেতরে ২ আনসার সদস্যের মরদেহ
তারা দুজনই আনসার সদস্য এবং ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরার রাধাগঞ্জে অগ্রণী ব্যাংকের ভেতরে ২ নিরাপত্তা কর্মীর মরদেহ পাওয়া গেছে। তবে, তাদের মৃত্যু কীভাবে হয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। দুপুর ২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ উদ্ধার কাজ চলমান আছে।

নিহতরা হলেন, ফরিদপুরের তৌহিদুল আলম (২৪) ও টাঙ্গাইলের রঞ্জু মিয়া (৩২)। তারা দুজনই আনসার সদস্য এবং ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

স্থানীয়রা জানায়, সকালে ব্যাংকে এসে ভেতর থেকে গেট আটকানো দেখেন কর্তৃপক্ষ। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দিলে সকাল সাড়ে ১১ টার দিকে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় তারা ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা ২ জনের মরদেহ দেখতে পায়।

রায়পুরা থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আনসার সদস্যদের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। ব্যাংক থেকে টাকা লুট হয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।'

আমিনুল ইসলাম আরও বলেন, 'নরসিংদী জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট সকল বিষয় খতিয়ে দেখছেন। তদন্ত শেষ হলে আমাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।'

Comments

The Daily Star  | English

'Shoot directly': Hasina’s order and deadly aftermath

Months-long investigation by The Daily Star indicates state forces increased deployment of lethal weapons after the ousted PM authorised their use

14h ago