বাগেরহাটে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

রাতেই পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে। ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোল্লাহাটে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে ও ৫ জনকে গ্রেপ্তার করে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার কাহালপুর গ্রামের আরমান শেখ (১৯), রাজিব শেখ (১৯), সোহাগ মোল্লা (১৮), নাসিম মোল্লা (১৯) ও করিম শেখ (২২)।

ধর্ষণের ঘটনায় ওই নারী বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

ওসি বলেন, 'রাতেই গৃহবধূকে উদ্ধার করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তার চেষ্টাসহ আইনগত প্রক্রিয়া চলমান।'

Comments

The Daily Star  | English

One killed in multi-vehicle crash on Dhaka-Mawa highway

The chain of crashes began when a lorry struck a private car from behind on the Mawa-bound lane

33m ago