রিমালের প্রভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বাগেরহাটে বিদ্যুৎ নেই প্রায় ৫ লাখ গ্রাহকের ঘরে
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে বাগেরহাটে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ সরবরাহ।
আজ রোববার দুপুর ১২টার দিকে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সুশান্ত রায় দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিভিন্ন জায়গায় ঝড়ো বাতাসে গাছ উপড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর পরেছে।'
তিনি বলেন, 'নিরাপত্তার স্বার্থেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। ঝড়ো হাওয়া কমে আসলে ক্ষয়ক্ষতি নিরূপন এবং প্রয়োজনীয় মেরামতের কাজ শেষ করে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে।'
এই পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন গ্রাহকের সংখ্যা প্রায় ৪ লাখ ৮৫ হাজার বলে জানান তিনি।
দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় অধিকাংশ মানুষের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। ফলে, অন্যান্য জায়গায় থাকা এই জেলার অধিবাসীদের আত্মীয়রা রয়েছেন দুশ্চিন্তায়।
রিমালের প্রভাবে বাগেরহাটে শুরু হওয়া বৃষ্টি ও ঝড়ো হাওয়া এখনও বয়ে চলেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার বেশকিছু জায়গা দুই-তিন ফুট পর্যন্ত পানিতে তলিয়ে গেছে।
জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা মাসুদুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, এখন পর্যন্ত ৭০ হাজার মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। এ ছাড়াও আশ্রয়কেন্দ্রগুলোতে রয়েছে প্রায় ৪ হাজার গবাদিপশু।
Comments