টঙ্গীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
গাজীপুরের টঙ্গীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পলাতক আসামি সিফাত উল্লাহকে (২০) গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল সোমবার রাতে র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ রানা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গতকাল দুপুর আড়াইটায় গাজীপুর মহানগর সদর থানার জোড়পুকুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সিফাত উল্লাহ গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা এলাকার বাসিন্দা।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ রানা জানান, গত ৩১ মার্চ রাতে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ পূর্বপাড়া এলাকায় একটি বাড়িতে ভুক্তভোগী নারীকে ধর্ষণ করা হয়।
Comments