ছেলের বিরুদ্ধে চুরির অভিযোগে মাকে লাঠি দিয়ে পেটালেন ইউপি সদস্য

ছবি: ভিডিও থেকে নেওয়া

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ছেলের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ এনে সালিস বৈঠকে মাকে লাঠি দিয়ে পেটানোর ঘটনা ঘটেছে। নির্যাতনে অভিযুক্ত আইয়ুব আলী স্থানীয় চরজব্বার ইউনিয়ন পরিষদের সদস্য বলে জানা গেছে।

ঘটনাটি আট মাস আগে ঘটলেও গতকাল শনিবার নির্যাতনের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী ওই নারীর স্বামী দাবি করেন, তিনি বিএনপির রাজনীতি করায় তার স্ত্রীকে এমন নির্যাতন করেছেন আওয়ামী লীগের ওই ইউপি সদস্য।

ভিডিওতে দেখা যায়, বাড়ির উঠানে আশেপাশে মানুষ জড়ো হয়ে আছে। মাঝখানে ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছেলের অপরাধে মায়ের সম্পৃক্ততার কথা বলা হচ্ছে। একপর্যায়ে ওই নারীকে সবার সামনে লাঠি দিয়ে পেটাতে থাকেন ইউপি সদস্য আইয়ুব আলী। এ সময় উপস্থিত অনেকে একজন নারীকে এভাবে না পেটানোর অনুরোধ করলেও কর্ণপাত করেননি ওই ইউপি সদস্য।

ভুক্তভোগী নারীর স্বামী দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘটনাটি আট মাস আগের। আওয়ামী লীগের মেম্বার আইয়ুব আলী আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন। স্থানীয় সংসদ সদস্যের প্রভাব খাটিয়েছেন। আমার ছেলের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ এনে আমার স্ত্রীকে নির্যাতন করেছেন। এতদিন কথা বলতে পারিনি এখন আমি এর বিচার চাই।'

অভিযুক্ত ইউপি সদস্য আইয়ুব আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি আট মাস আগের। ওই পরিবার তার আত্মীয় হয়। সমাজ রক্ষার স্বার্থে ওই ছেলের মাকে শাসন করেছেন বলেও জানান তিনি। 

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন মিয়া বলেন, সাত আট মাস আগে গ্রামের এক লোকের মোটরসাইকেল চুরি হয়। ওই ঘটনায় ভুক্তভোগী নারীর ছেলেকে সন্দেহ করে মেম্বার আইয়ুব আলীর কাছে বিচার দিলে তিনি ছেলের চুরির অপরাধে তার মাকে লাঠি দিয়ে পেটান। ওই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি আমি দেখেছি। এই ব্যাপারে নির্যাতনের শিকার নারী রোববার বিকেলে থানায় এসেছেন। ওই ঘটনায় নারী বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ওই মেম্বারকে আটক করার জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

Comments

The Daily Star  | English
Bangladesh 2025-26 budget

Budget to shrink amid fiscal strain

Bangladesh’s interim government is preparing to unveil a rare contractionary budget on June 2, driven by a sharp rise in interest payment that is crowding out fiscal space and forcing spending cuts.

13h ago