হাইকোর্টে আগাম জামিন পেলেন নাহিদ সুলতানা যুথিসহ ৪ আইনজীবী
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার অভিযোগে করা মামলায় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী নাহিদ সুলতানা যুথিসহ সুপ্রিম কোর্টের চার আইনজীবীকে আজ আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
হাইকোর্ট থেকে আগাম জামিন পাওয়া অন্য তিন আইনজীবী হলেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাকিলা রওশন জাহান, সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল জাকির হোসেন মাসুদ এবং ফাতেমা মৌসুমী কবিতা।
ডেইলি স্টারকে এ সব তথ্য জানান তাদের আইনজীবী শেখ আওসাফুর রহমান।
মামলায় আগাম জামিন চেয়ে আসামিদের আইনজীবীদের করা পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন।
এর আগে সকালে জামিন চেয়ে হাইকোর্ট বেঞ্চে হাজির হন অভিযুক্ত আইনজীবীরা।
গত ৮ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সহিংসতায় লাঞ্ছিত সহকারী অ্যাটর্নি জেনারেল শৈফুর রহমান সিদ্দিকী সাইফ স্বতন্ত্র প্রার্থী নাহিদ সুলতানা যুথী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ১৭ জনের নাম উল্লেখ করে শাহবাগ থানায় মামলাটি করেন।
Comments