চেক ডিজঅনার মামলায় ইভ্যালির চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিন। ছবি: সংগৃহীত

চেক ডিজঅনার হওয়ার অভিযোগে তিন মামলায় ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা তিনটি পৃথক পিটিশনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, আদালতের আদেশের বরখেলাপ করায় পিটিশনে ইভ্যালির চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়।

তিনি বলেন, এর আগে আদালত তাদেরকে তলব করেছিলেন। তারা হাজির না হওয়ায় আদালত পরোয়ানা জারি করেন।

গত ৪ ফেব্রুয়ারি ইভ্যালির তিন জন গ্রাহক একই আদালতে তাদের বিরুদ্ধে মামলা করেন। আদালত সেদিন বাদীদের জবানবন্দি রেকর্ড করে রাসেল ও তার স্ত্রী শামীমাকে তলব করেন।

নথিপত্রের তথ্য অনুযায়ী, মামলার তিন বাদী ইভ্যালি থেকে মোটরসাইকেল কেনার জন্য টাকা দিয়েছিলেন। কিন্তু ৪৫ দিনেও ইভ্যালি থেকে তারা মোটরসাইকেল পাননি। এর বদলে তাদেরকে অর্থ ফেরতের চেক দেওয়া হয়। কিন্তু ব্যাংকের ওই হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় তারা টাকা তুলতে পারেননি।

Comments

The Daily Star  | English

Jatiyo Party's office set on fire in Khulna

Protesters vandalised the Jatiyo Party office in Khulna's Dakbangla area last evening

1h ago