কোটায় ২৮৫ প্রতিবন্ধী প্রার্থীকে প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের আদেশ হাইকোর্টের
কোটার অধীনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ২০১৮ এবং ২০২০ সালে লিখিত পরীক্ষায় যোগ্যতা অর্জনকারী ২৮৫ প্রতিবন্ধী প্রার্থীকে নিয়োগ দিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আদালত তাদের ওই পদে নিয়োগে সরকারের নিষ্ক্রিয়তা অবৈধ ঘোষণা করেন।
নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করে পৃথক চারটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ রায় দেন।
আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ২৮৫ জন প্রার্থীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে প্রতিবন্ধী প্রার্থী যাদের লিখিত পরীক্ষায় যোগ্যতা অর্জন করার পরও কেন তাদের নিয়োগের নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে পৃথক চারটি রুল জারি করেছিলেন।
শুনানির সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।
Comments