তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকলে বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়ও
চলমান শৈত্যপ্রবাহে সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার।
আজ মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ নির্দেশ দিয়েছে।
চলমান শৈত্যপ্রবাহে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে উল্লেখ করে আদেশে বলা হয়, কোনো জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেবেন।
এতে আরও বলা হয়েছে, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশি না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এ আদেশ ৩১ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
এছাড়াও, সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
Comments