জাল নোট দিয়ে সিগারেট কিনতে গিয়ে ২ বন্ধু ধরা

তাদের তথ্যের ভিত্তিতে বন্দর ও পাহাড়তলীতে অভিযান চালিয়ে জব্দ করা হয় দুই লাখ ৮০ হাজার টাকার জাল নোট।
গ্রেপ্তারকৃত মো. সাকিব ও অন্তর বিশ্বাস। ছবি: সংগৃহীত

চা ও সিগারেট খেয়ে জাল নোট দিয়ে বিল দেওয়ার সময় দোকানদারের বুদ্ধিমত্তায় ধরা পড়েছেন দুই বন্ধু।

চট্টগ্রামের বন্দর নিমতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের তল্লাশি করে এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী বন্দর ও পাহাড়তলীতে অভিযান চালিয়ে জব্দ করা হয় দুই লাখ ৮০ হাজার টাকার জাল নোট, যার সবগুলোই ১ হাজার ও ৫০০ টাকার নোট।

এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মো. সাকিব (২০) ও অন্তর বিশ্বাসকে (২২)। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিমতলা খালপাড় এলাকার ব্রিজ সংলগ্ন এলাকার একটি দোকান থেকে গত ৫ নভেম্বর এক প্যাকেট সিগারেট কিনেন সাকিব। তিনি দোকানদার আব্দুল মান্নানকে একটি ১ হাজার টাকার নোট দেন এবং সিগারেটসহ বাকি ৯০০ টাকা নিয়ে চলে যান। পরে দোকানদার বুঝতে পারেন যে নোটটি জাল। কিন্তু ততক্ষণে আর সাকিবকে ধরতে পারেননি।'

'গতকাল রাতে বন্ধু অন্তরকে নিয়ে একই দোকানে গিয়ে চা ও সিগারেট খেয়ে আবারও ১ হাজার টাকার একটি নোট দেন সাকিব। দোকানদারের সন্দেহ হলে তিনি নোটটি আশেপাশের লোকজনকে দেখান। নোটটি জাল বুঝতে পেরে তারা সাকিব ও অন্তরকে আটক করে পুলিশে খবর দেয়। টহল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের পকেট থেকে ১৩টি ৫০০ টাকার জাল নোট জব্দ করে।'

ওসি সিনহা আরও বলেন, 'তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে জানান যে পাহাড়তলীতে আলাউদ্দিন নামে একজনের কাছ থেকে তারা এই জাল টাকা সংগ্রহ করছেন। গতকাল রাতেই তাদের নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১ হাজার টাকার ২১০টি এবং ৫০০ টাকার ১২২টি জাল নোট উদ্ধার করা হয়। লায়। তবে অভিযানের সময় আলাউদ্দিনকে আটক করা সম্ভব হয়নি।'

পুলিশ বলছে, অধিকাংশ মানুষ সচেতন হওয়ায় বড় আকারে জাল নোট ছড়িয়ে দিতে পারছে না এই অপরাধীরা। তাই তারা চায়ের দোকান, ভাতের হোটেলের মতো খুচরো ব্যবসায়ীদের টার্গেট করেই জাল টাকা ছড়িয়ে দিচ্ছে।

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

8h ago