চট্টগ্রামে ২০ লাখ টাকার জাল নোট উদ্ধার

চট্টগ্রাম
স্টার অনলাইন গ্রাফিক্স

আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে বাজারে জাল টাকা ছড়িয়ে দিতে সবজির ব্যাগে করে জাল নোট পাচারের সময় ২ জনকে আটক করেছে চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশ।

আজ বুধবার সকালে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে জাল এক হাজার টাকার নোটের ২০টি বান্ডিল জব্দ করে পুলিশ।

আটকৃতরা হলেন- ভোলার দৌলতখান থানার মো. রুবেল (৩২) এবং চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ওমর আলী (৫০)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান এ বিষয়ে দ্য ডেইলি স্টারকে বলেন 'সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।'

ওসির ভাষ্য, চক্রটি সবজির ব্যাগে জাল নোটগুলো লুকিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে পাচার ও বিনিময়ের জন্য নিয়ে যাচ্ছিল।

Comments

The Daily Star  | English

Dengue cases see sharp rise in early July

Over 1,160 hospitalised in first 3 days, total cases cross 11,000

9h ago