ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত, আটক ১

চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে নিহত ২
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদহা ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত শাহাদাত হোসেন (৩২) সাতকানিয়া উপজেলার ছদহা ইউনিয়নের রোয়াজীপাড়ার মৃত মো. ইউনুসের ছেলে।

তিনি ছদহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোতালেব। সেখানকার মিঠাদিঘী বাজারে একটি বেকারির দোকান চালাতেন তিনি।

এ ঘটনায় পুলিশ তারেক (২৮) নামে একজনকে আটক করেছে।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার ডেইলি স্টারকে বলেন, শাহাদাত ও তারেকের মধ্যে পূর্ব শত্রুতা ছিল। মঙ্গলবার রাতে শাহাদাত তার বেকারিতে গেলে তারেক সেখানে যায় এবং তাদের মধ্যে ঝগড়া হয়। এরই ধারাবাহিকতায় রাত ১০টার দিকে তাদের মধ্যে হাতাহাতি হয় এবং একপর্যায়ে তারেক শাহাদাতকে ছুরিকাঘাত করে বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি।

ওসি আরও বলেন, স্থানীয়রা শাহাদাতকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের মারধরে আহত তারেককেও পুলিশ আটক করেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Interim govt an outcome of country's unity: Yunus

CA urges political parties to extend support at all-party meeting on July uprising proclamation

2h ago