নাটোরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নাটোরে বাসে আগুন
নাটোরের ভবানীগঞ্জ এলাকায় দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন। ছবি: সংগৃহীত

বিএনপির ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ রোববার ভোররাত ৩টার দিকে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে পেট্রোল ঢেলে গাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায় গেছে, ভোরে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে 'মুক্তি সোনা' বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সে সময় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওসি নাসিম আহমেদ ডেইলি স্টারকে বলেন, 'ধারণা করা হচ্ছে হরতাল সমর্থকরা এই আগুন দিয়েছে। দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।'

Comments

The Daily Star  | English

Police vehicle torched in Gopalganj

The vehicle was set on fire allegedly by activists of the banned Bangladesh Chhatra League (BCL) in Gopalganj's Ulpur area

1h ago