ডেমরায় পার্কিং করা ১৪ বাসে আগুন
ঢাকার ডেমরায় পার্কিং করা ১৪টি বাস আগুনে পুড়ে গেছে।
আজ সোমবার রাত ৮টা ৫০ মিনিটে ডেমরার ধার্মিকপাড়া এলাকার কোনাপাড়ার একটি গ্যারেজে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইনস্পেক্টর মো. আনোয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্যারেজে দাঁড়ানো কয়েকটি ভলভো বাসে আগুন লেগেছে।
তবে, বাসে কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত করতে পারেননি তিনি।
ঢাকা ফায়ার সার্ভিসের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফয়সালুর রহমান ডেইলি স্টারকে জানান, গ্যারেজে থাকা লন্ডন পরিবহনের ১৪টি বাসে আগুন লেগেছে।
খবর পেয়ে রাত ৮টা ৫৯ মিনিটে ডেমরা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রথমে ঘটনাস্থলে যায়। পরে সিদ্দিকবাজার থেকে ৪টি ইউনিট সেখানে যায়।
Comments