ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৭০ নেতাকর্মী আটক

নাশকতায় জড়িত থাকার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৭০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার রাতে ও আজ সকালে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন।

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা থেকে আটককৃতরা হলেন-- জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোল্লা সালাউদ্দিন (৪০), জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সেজান মাহমুদ তুষার (৩৫), জাবেদ মিয়া (২৮), সোহাগ (৩৪), আব্দুল্লাহ আল মামুন (৪২), মো. শহীদ (৪০), বেলাল সিদ্দিকী (৩৫), বিল্লাল হোসেন (৩০), ফায়জুর রহমান (৩৮) ও ইমাম (১৮)।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, শনিবার রাত পৌনে ১০টার দিকে শহরের কালীবাড়ি মোড় ও পাওয়ার হাউজ রোড এলাকায় বেশ কিছু ককটেলের বিস্ফোরণ ঘটায় বিএনপি সমর্থিত নেতাকর্মীরা। পরে ঘটনাস্থল থেকে দুইটি ককটেল উদ্ধার করে পুলিশ।

এসময় পুলিশের অভিযানে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ১০ নেতাকর্মীকে রেলওয়ে স্টেশন, উত্তর মৌড়াইল, টি.এ. রোড, কালিবাড়ি মোড়, পাওয়ার হাউজ রোড থেকে আটক করা হয়৷ আটককৃত নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণের পর আশেপাশে বিভিন্ন এলাকায় লুকিয়ে ছিল বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Injured uprising protesters block Mirpur Road

Injured protesters from last year's mass uprising blocked Mirpur Road demanding medical treatment and rehabilitation

49m ago