চট্টগ্রামের জিইসিতে বরযাত্রীবাহী বাসে আগুন
চট্টগ্রাম নগরীর ব্যস্ত সড়ক জিইসিতে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে।
আজ সোমবার রাত ১০টার দিকে জিইসি এলাকার কে কনভেনশনের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন ধরতে দেখা যায়।
অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) পংকজ দত্ত দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাস্তার পাশে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে ফেলেছে।'
আগুন দেওয়া ওই বাসটি একটি বিয়ের অনুষ্ঠানে যাত্রী নিয়ে এসেছিল। এই ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল দিচ্ছে বলে জানান তিনি।
এ বিষয়ে সিএমপি এডিসি উত্তর পংকজ দত্ত দ্য ডেইলি স্টারকে বলেন, 'আগুন নেভানোর পর বাসটির গ্যাস সিলিন্ডাররে ছিদ্র পাওয়া গেছে যেখান থেকে গ্যাস নির্গত হচ্ছে। আগুন কেউ দিয়েছে নাকি গ্যাস থেকে লেগেছে তা এখন খতিয়ে দেখা হচ্ছে। আমরা কোনো প্রত্যক্ষদর্শী পাইনি। কারণ নির্ণয়ের পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।'
Comments