নাটোরে বাড়ির সামনে গুলিবিদ্ধ বিএনপি নেতা
নাটোর জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম আফতাব গুলিবিদ্ধ হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে শহরের স্টেশন বাজার এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাকে গুলি করে দুর্বৃত্তরা।
পরে পরিবারের সদস্যরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করেন। বর্তমানে তিনি রামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে চিকিৎসক জানিয়েছেন আফতাব বর্তমানে আশঙ্কামুক্ত আছেন।
নাটোর জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, 'রোববার সকাল সাড়ে ৮টার দিকে স্টেশন বাজার এলাকার নিজ বাড়ি থেকে সাইফুল ইসলাম আফতাব বের হচ্ছিলেন। এ সময় ৪ থেকে ৫ জন আওয়ামী সন্ত্রাসী তাকে গুলি করে। তিনি গুলিবিদ্ধ হয়ে চিৎকার করলে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।'
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমর্জেন্সি মেডিকেল অফিসার (ইএমও) ডা. মিজানুর রহমান বলেন, 'নাটোর থেকে আসা আফতাব নামের একজন গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি হয়েছেন। তার শরীরে দুটি গুলি লেগেছে। বাম হাতের কনুইয়ের উপরের অংশে এবং পিঠের নিচের অংশে গুলি লেগেছে। প্রাথমিকভাবে তাকে আশঙ্কামুক্ত মনে হচ্ছে। শরীরের ভেতর কোনো গুলি আছে কি না পরীক্ষা করার পর বিস্তারিত বলা যাবে।'
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, 'বিএনপি নেতার গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি তিনি জানেন না। যেহেতু তিনি কিছুই শোনেননি, সে কারণে তিনি কোনো মন্তব্য করতে চান না।'
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ বলেন, 'বিএনপি নেতা সাইফুল ইসলাম আফতাব গুলিবিদ্ধ হয়েছে এমন দাবি করছে তার পরিবার। খবর শুনে ঘটনাস্থলে গিয়ে তেমন কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। ঘটনাটি আসলেও ঘটেছে কি না তা যাচাই করা হচ্ছে।'
Comments