মাকে ভরণপোষণ না দেওয়া ও নির্যাতনের মামলায় ছেলে গ্রেপ্তার
ভরণপোষণ না দেওয়া, চিকিৎসা সেবা ও পরিচর্যা না করা এবং বৃদ্ধাশ্রমে চলে যেতে নির্যাতন করা হয়েছে অভিযোগে—এক মায়ের দায়ের করা মামলায় সন্তানকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের বন্দর থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনজয় কুমার সিনহা দ্য ডেইলি স্টারকে জানান, অভিযুক্ত মো. নাসিরকে (৪২) গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
নাসির নগরীর মধ্যম হালিশহর আদর্শপাড়ার বাসিন্দা। তার বাবার নাম ইউনুছ আলী।
ওসি সনজয় কুমার সিনহা দ্য ডেইলি স্টারকে বলেন, 'চলতি বছরের শুরুতে নাসিরের বাবা মারা যান। এরপর থেকে তার মা আনোয়ারা বেগম (৭৫) ছোট ছেলের সঙ্গে আলাদা থাকতেন। নাসির তার মেঝ ছেলে। দীর্ঘদিন ধরে মাকে কোনো ভরণপোষণ না দিয়ে প্রায় সময় চড়থাপ্পর দিয়ে বাসা থেকে বের করে দিয়েছেন নাসির। তার এই কাজের জন্য অন্য দুই ভাই জাবের (৩৫) ও রুবেল (৩০) প্রতিবাদ করলে নাসির তাদেরও অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধর করেছে।'
ওসি আরও বলেন, 'গত বুধবার সন্ধ্যায় নাসিরের মা নাসিরকে অসুস্থতার কথা জানিয়ে ওষুধ কেনার কথা বললে নাসির ক্ষিপ্ত হয়ে মাকে মারধর করে। এই ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ তাকে বাসা থেকে গ্রেপ্তার করে।'
Comments