২৮ অক্টোবর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই: ডিবিপ্রধান
আগামী ২৮ অক্টোবর ঢাকায় দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
আজ রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
হারুন অর রশীদ বলেন, 'এক সময় এই ঢাকা শহরে এক দল সমাবেশ করত। আরেক দলকে সমাবেশ করতে দেওয়া হতো না। এ রকম ঘটনা আমরা যখন ছাত্র ছিলাম তখন দেখেছি। বিরোধী দল মত প্রকাশে স্বাধীনতা পেত না। কেউ সভা-সমাবেশ করতে পারত না।
'এখন ঢাকা শহরে তিনটা দল, চারটা দল সমাবেশ করছে। বড় বড় মহাসমাবেশ করছে। আমরা প্রত্যেকটা সমাবেশে নিরাপত্তা দিচ্ছি। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।'
আগামী ২৮ অক্টোবরেও অপ্রীতিকর কিছু ঘটবে না এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, 'আমরা আশাবাদী যে ২৮ তারিখেও এমন কিছু ঘটার সম্ভাবনা নেই।'
তিনি আরও বলেন, 'কমিশনার (ডিএমপি কমিশনার) মহোদয় যতগুলো দলকে সমাবেশের অনুমতি দেবেন তাদের সবাইকেই পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে।'
Comments