খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১৩ নভেম্বর

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া | ফাইল ছবি

রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা একটি মামলাসহ মোট ১১টি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৩ নভেম্বর দিন নির্ধারণ করেছেন ঢাকার একটি আদালত।

আজ বৃহস্পতিবার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিভিন্ন কারণ উল্লেখ করে একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এদিন শুনানি মুলতবি করা হয়।

মোট ১১টি মামলার মধ্যে ১০টি মামলা ২০১৫ সালের অগ্নিসংযোগের ঘটনায় প্রথম তিন মাসে দায়ের হয়েছিল।

অন্য মামলাটি মুক্তিযোদ্ধা ও শহীদদের নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে ঢাকার একটি আদালতে দায়ের হয়।

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো, নাইকো ও বড়পুকুরিয়া কয়লাখনি প্রকল্পে দুর্নীতির অভিযোগে তিনটি মামলা দায়ের হয় ঢাকায়।

এছাড়া জাতীয় পতাকা অবমাননা ও ১৫ আগস্ট 'ভুয়া জন্মদিন' পালনের অভিযোগে দায়ের করা দু'টি মামলা ঢাকার দ্বিতীয় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন।

বিএনপির লাগাতার আন্দোলনের সময় অগ্নিসংযোগের ঘটনায় হুকুমের আসামি করে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় তার বিরুদ্ধে তিনটি মামলা হয়।

Comments

The Daily Star  | English
Hitu Sheikh sentenced to death in Magura child rape case

Magura child rape: Hitu Sheikh sentenced to death, 3 acquitted

The child went to visit her sister's house where she was raped on March 6

1h ago