খুলনায় যুবককে গুলি করে হত্যার ঘটনায় আটক ৫

নিহত ইমন শেখ। ছবি: সংগৃহীত

খুলনার সোনাডাঙ্গায় ইমন শেখ নামে এক যুবককে হত্যার ঘটনায় সন্দেহভাজন পাঁচ জনকে আটক করেছে পুলিশ। 

খুলনা থানার ওসি মমতাজুল হক দ্য ডেইলি স্টারকে জানান, নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

ইমন হত্যার ঘটনায় তার বাবা সানোয়ার হোসেন গতকাল রাতেই ১৭ জনের নাম উল্লেখসহ চার-পাঁচজন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযান নামে।


 
ওসি মমতাজুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'আটক ফয়সাল ওরফে জাকারিয়ার কাছ থেকে একটি ওয়ানসুটারগান ও বুলেট উদ্ধার করা হয়েছে। তাছাড়া পুলিশ বুলু, রিয়াজ, আকাশ ও আপন নামে আরও চার জনকে গ্রেপ্তার করেছে।'

তারা এখন পুলিশ হেফাজতে আছে। তাদের আদালতে তোলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

ওসি জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসআই সুকান্ত দাসকে এই ঘটনায় তদন্ত দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে খুলনার সোনাডাঙ্গা থানার নবীনগর এলাকায় রং মিস্ত্রি ইমন শেখকে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।

Comments