পাকস্থলীতে ৩৫০০ ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে ঢাকায়, শাহজালালে আটক

আটক মো. জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। 

আটক যাত্রী মো. জাহিদ হোসেন (২৫) রোববার সন্ধ্যায় ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় আসেন।

আজ সোমবার এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক গণমাধ্যমকে জানান, অভ্যন্তরীণ টার্মিনালে সাদা পোশাকে দায়িত্বরত গোয়েন্দা দল প্রথমে জাহিদকে সন্দেহভাজন হিসেবে আটক করে।

পর তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশের অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পাকস্থলীতে ইয়াবা বহনের স্বীকারোক্তি দেন।

বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ওই যাত্রীকে উত্তরার হলিল্যাব ডায়গনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয় এবং সেখানে এক্সরে পরীক্ষায় তার পাকস্থলীতে ছোট ছোট ৭২টি প্যাকেটের অস্তিত্ব ধরা পড়ে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল।

তিনি জানান, পরে বিমানবন্দর থানার সহযোগিতায় আটক জাহিদকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং চিকিৎসকের তত্ত্বাবধানে তার পেট থেকে মোট ৭২টি প্যাকেটে ৩ হাজার ৫১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ জানায়, যাত্রী মো. জাহিদ হোসেনের বাড়ি কক্সবাজারের টেকনাফে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। 

তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এর আগে গত ২৬ মে বিমানবন্দরের সামনে থেকে ইয়াবাসহ আরও একবার গ্রেপ্তার করা হয়েছিল তাকে।

Comments

The Daily Star  | English
The Indian media and Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

5h ago