বিএনপিপন্থী আইনজীবীদের ওপর হামলা: ২ এডিসিসহ ৯ পুলিশের বিরুদ্ধে মামলা

গত ১২ সেপ্টেম্বর পুরান ঢাকার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে পুলিশ-বিএনপিপন্থী আইনজীবীদের সংঘর্ষ। ছবি: সংগৃহীত

বিএনপিপন্থী আইনজীবীদের ওপর হামলার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতোয়ালী জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মুহিত কবির সেরনিয়াবাতসহ নয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গত ১২ সেপ্টেম্বর পুরান ঢাকার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. মহসিন মিয়া।

মামলার অন্য আসামিরা হলেন—ডিএমপির লালবাগ জোনের এডিসি শহিদুল ইসলাম, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান, ওসি (অপারেশন) নাজমুল হক, ওসি (তদন্ত) মেহেদী হাসান, উপপরিদর্শক (এসআই) শাহাবুদ্দিন হাওলাদার, কনস্টেবল মাহবুব আলম, আব্দুর রশিদ ও রমজান মোল্লা।

শুনানি শেষে ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর বয়ান রেকর্ড করেন এবং পরে এই বিষয়ে আদেশ দেবেন বলে জানান।

অ্যাডভোকেট মহসিনের অভিযোগ, তারা ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে শান্তিপূর্ণ মিছিল বের করলে পুলিশ হঠাৎ তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় বিএনপিপন্থী ১৬ আইনজীবীসহ অন্তত ২৩ জন আহত হয়েছেন।

তবে, পুলিশের দাবি, তারা আইনজীবীদের আদালত প্রাঙ্গণের অভ্যন্তরে মিছিল করার অনুরোধ করেন। কিন্তু এরপরেও তারা ব্যস্ত সড়ক দখল করায় তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

IMF reaches agreement on $1.3 billion credit facility for Bangladesh

The global lender reaches agreement on third, fourth reviews of credit facility for the country

54m ago