জামিন আবেদন নাকচ, বিএনপি নেতা আমানকে কারাগারে নেওয়ার আদেশ

amanullah.jpg
ফাইল ছবি

দুর্নীতির অভিযোগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ রোববার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-১ এ বিচারক মো. আবুল কাশেম এ আদেশ দিয়েছেন।

এর আগে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন আমানউল্লাহ আমান।

একইসঙ্গে আদালত কারা কর্তৃপক্ষকে জেল কোড অনুযায়ী আমানউল্লাহ আমানকে কারাগারে প্রথম শ্রেণির ডিভিশন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

২০০৭ সালের ২১ জুন অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের বিবরণীতে তথ্য গোপনের দায়ে আমানউল্লাহ আমানকে ১৩ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত।

অপরাধে প্ররোচনা দেওয়ার জন্য দোষী সাব্যস্ত হওয়ায় একই আদালত তার স্ত্রী সাবেরাকেও ৩ বছরের কারাদণ্ড দেন।

ওই দম্পতির আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্ট তাদের দুর্নীতির অভিযোগ থেকে খালাস দেন।

২০১৪ সালের ২৬ মে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে তাদের আপিলের ওপর নতুন করে শুনানির নির্দেশ দেন।

সম্প্রতি তাদের করা আপিল খারিজ করে বিচারিক আদালতের সাজার রায় বহাল রাখেন হাইকোর্ট এবং দুই সপ্তাহের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

Comments

The Daily Star  | English
 Al Bakhera killings Al Bakhera killings

Killings in Chandpur: Water transport workers go on strike

Water transport workers has started an indefinite strike from midnight

4h ago