মানিকগঞ্জে ৫ যুবদল নেতাকর্মীকে কুপিয়ে জখম

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বয়রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সহ-সভাপতি জাহিদুর রহমান তুষারসহ ৫ যুবদল নেতাকর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম-সরুপাই সড়কে এ ঘটনা ঘটে বলে জানান আহত নেতাকর্মীরা।

আহত জাহিদুর রহমান তুষার জানান, তারা মোটরসাইকেলে মানিকগঞ্জ সদর থেকে হরিরামপুরে ফেরার সময় এ হামলার ঘটনা ঘটে। আহত অন্য ৪ জন হরিরামপুর উপজেলা যুবদলের নেতাকর্মী  শাকিল, বাদল, মাসুম ও আলমাস।

৫ জনকেই প্রথমে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে তুষারের ডান পা, ডান হাত ও ডান কান গুরুতর জখম হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, 'সড়কের নবগ্রাম এলাকায় মারামারির খবর পেয়েছি। ঘটনাস্থলে বানিয়াজুরি তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা গেছেন। তদন্তের পর বিষয়টি ভালোভাবে জানা যাবে।'

Comments

The Daily Star  | English

Those involved in Ijtema ground deaths won't be spared: home adviser

The home adviser met with both factions of Tabligh Jamaat today at the Secretariat

1h ago