পুলিশ সদস্যকে হত্যার অভিযোগ: রিজভীসহ ৭ বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন

রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

২০১৫ সালের জানুয়ারি মাসে রাজধানীর মৎস্য ভবনের কাছে এক পুলিশ সদস্যকে পুড়িয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

সে বছর ১৭ জানুয়ারি মৎস্য ভবনের কাছে পুলিশের একটি বাসে পেট্রলবোমা হামলা থেকে বাঁচতে গিয়ে মাথায় আঘাত পান কনস্টেবল শামীম মিয়া (২৮)। হামলায় কমপক্ষে ১৩ জন পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনার ১৯ দিন পর ৫ ফেব্রুয়ারি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামীম।

মামলার অন্য আসামিরা হলেন- বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, নিউমার্কেট থানা বিএনপির তৎকালীন সভাপতি আবদুস সাত্তার, ২ সদস্য মোহাম্মদ আলফাজ ও শাহ আলম, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন টিপু ও গাউছিয়া মার্কেট বিএনপির সদস্য মোহাম্মদ রফিক আকন্দ।

এদের মধ্যে রিজভী, সোহেল, আবদুস সাত্তার, আলফাজ, শাহ আলম ও রফিক জামিনে আছেন। টিপু পলাতক।

আজ বৃহস্পতিবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) রিজভী, সোহেলসহ ৪ বিরুদ্ধে অভিযোগপত্র পাঠ করে বিচার দাবি করেন।

টিপুর অনুপস্থিতিতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এর আগে তাদের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে করা আবেদন খারিজ করে দেন বিচারক।

বিচারক মামলার শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার দাস ২৩ জনকে সাক্ষী দেখিয়ে ২০১৫ সালের ৪ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলার চার্জশিট থেকে এম কে আনোয়ারসহ বিএনপির ২৬ নেতা-কর্মীর নাম বাদ দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

7m ago