ছাত্রদল নেতারা ঢাবির হল দখলের উদ্দেশ্যে অস্ত্র সংগ্রহ করছিলেন: ডিবি প্রধান

হারুন-অর-রশিদ। ফাইল ছবি

গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতারা অন্তত ১১টি আগ্নেয়াস্ত্র সংগ্রহ করেছিলেন বলে পুলিশের কাছে তথ্য থাকার কথা দাবি করেছেন ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান হারুন-অর-রশিদ। তিনি বলেছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে ছাত্রদল নেতারা অস্ত্র সংগ্রহ করছিলেন।

হারুন আজ তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, এর মধ্যেই আমরা চারটি অস্ত্র উদ্ধার করেছি। অন্য অস্ত্রগুলো উদ্ধার করে জড়িতদের আইনের আওতায় আনব আমরা।

তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়া সাত ছাত্রদল নেতার আগ্নেয়াস্ত্র নিয়ে নাশকতার পরিকল্পনা ছিল। তারা ফেসবুকে অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তাদের মধ্যে কথোপকথনের ছবি ডিবির কাছে রয়েছে বলেও জানান তিনি।

গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এএফ রহমান হলের নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনাও করেছিলেন বলেও দাবি করেন তিনি।

ছাত্রদল নেতাদের গ্রেপ্তারের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকার অভিযোগের কথা অস্বীকার করে তিনি বলেন, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনায় এর আগেও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে ডিবি।

'কে ছাত্রলীগ বা ছাত্রদলের সেটা আমাদের মূল বিষয় নয়। মূল কথা হলো সে একজন অস্ত্র ব্যবসায়ী, চোরাকারবারি এবং মানুষের জীবননাশের জন্য অস্ত্র ভাড়া করে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা কাজ করব,' বলেন হারুন।

তিনি আরও বলেন, অনেকে বলার চেষ্টা করছেন, রাজনৈতিক নেতা-কর্মীদের হয়রানি করার জন্য পরিকল্পিতভাবে অভিযান চালানো হচ্ছে। এটা একটা রাজনৈতিক আলোচনা। আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে অভিযান পরিচালনা করেছি।

'নির্বাচনের আর কয়েক মাস বাকি। এ সময় গ্রেপ্তারকৃত ছাত্রদল নেতারা ১১টি অস্ত্র সংগ্রহ করে মোবাইল ফোনে আলাপচারিতায় হল দখলের কথা বলেন। তারা এটাও বলেছে কে অস্ত্র ব্যবহার করবে এবং সেভাবে বিতরণ করেছে। এটার মানে কি?' প্রশ্ন তোলেন হারুন।

হারুন বলেন, ছাত্রদল নেতাদের রিমান্ডে নিয়ে তাদের গডফাদারদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত ২০ আগস্ট ডিবি জানায়, ঢাকার লালবাগ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র, ৩৭টি গুলিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর শাখা ছাত্রদলের ছয় নেতাসহ বিএনপির মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে।

১৮ আগস্ট নিখোঁজ হওয়া ছাত্রদলের ছয় নেতাকে তিনটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার দেখানো হয়।

গত ২৪ আগস্ট ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবুল হাসান চৌধুরীকে রাজধানীর হাতিরপুল থেকে গ্রেপ্তার করা হয়। ডিবির দাবি, তার কাছ থেকে একটি পিস্তল, দুটি গুলি এবং তিনটি হাত বোমা উদ্ধার করা হয়েছে।

ছাত্রদলের নেতাদের গ্রেপ্তার হওয়ার ব্যাপারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডিবির ভাষ্য সম্পূর্ণ বানোয়াট। তাদের বক্তব্য শুধু মিথ্যা নয়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতও।

 

Comments

The Daily Star  | English

Israel says truce with Hamas begins, after delay

During the delay, Gaza's civil defence agency said Israeli strikes killed eight people.

3h ago