বীর মুক্তিযোদ্ধা ফারুক হত্যা: ৬ মাসের মধ্যে বিচার শেষ করার নির্দেশ
টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার বিচারিক কার্যক্রম ৬ মাসের মধ্যে শেষ করতে সংশ্লিষ্ট নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
১৯ জুলাই মামলার আসামি সাবেক মেয়র শহীদুর রহমান খান মুক্তির জামিন আবেদন নাকচ করে হাইকোর্টের আদেশও বহাল রেখেছে সর্বোচ্চ আদালত।
আজ রোববার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ মামলার বিষয়ে তার জামিন আবেদন খারিজ করে হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ ও মুক্তির করা আপিল আবেদন খারিজ করে এই আদেশ দেন।
২০১৩ সালের ১৮ জানুয়ারি শহরের কলেজপাড়ার বাড়ির কাছে তার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।
এ ঘটনার ৩ দিন পর তার স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়, ফারুক ২০১২ সালে টাঙ্গাইল আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা প্রকাশ করেন।
শহিদুরের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব দ্য ডেইলি স্টারকে বলেন, 'টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও শহীদুর রহমান খান মুক্তির বড় ভাই আমানুর রহমান খান রানাকে আপিল বিভাগ আগেই জামিন দিয়েছেন।'
শুনানিকালে শহিদুরের আপিলের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারোয়ার হোসেন বাপ্পী।
Comments