বাসায় ঢুকতেন ভাড়া নিতে, বের হতেন চুরি করে

গ্রেপ্তার শেখ মশিউর রহমান শাওন। ছবি: সংগৃহীত

তার সঙ্গে সবসময় একটি ব্যাগ থাকত। ব্যাগে থাকত তালা ভাঙা-খোলার যন্ত্রসহ চুরির সরঞ্জাম। এই ব্যাগ নিয়েই তিনি 'টু-লেট' বা 'বাসা ভাড়া দেওয়া হবে' এমন পোস্টার-সাইনবোর্ড ঝুলানো ভবনগুলোতে যান। সময়টা সকাল ১১টা থেকে বিকেল ৩টার মধ্যে, যখন বাসায় মানুষজন সাধারণত কম থাকে। 

বাসা ভাড়ার নাম করে ভবনে ঢুকে তালা দেওয়া ঘর টার্গেট করে তালা ভেঙে সব চুরি করে পালিয়ে যান।

তবে সম্প্রতি রাজধানীর শেওড়াপাড়ার একটি বাসায় চুরি করতে গিয়ে ধরা পড়েছেন। ৪ বছর এভাবে চুরির পর গতকাল বুধবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন আজ শুক্রবার দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার শেখ মশিউর রহমান শাওন (২৪) গত ৪ বছরে প্রায় অর্ধশতাধিক ফ্ল্যাটে চুরি করেছেন বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

পুলিশ জানায়, শাওন নিজেকে ইলেকট্রিশিয়ান বলে পরিচয় দিতেন। গতকাল শেওড়াপাড়ার একটি বাসায় ভাড়ার কথা বলে ঢুকে একটি ফ্ল্যাটে চুরি করেন। এরপর অপর একটি ফ্ল্যাটে চুরি করতে গিয়ে ধরা পরেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ২ জোড়া রূপার নূপুর, নগদ ১০ হাজার ৪৮০ টাকা এবং চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 

গ্রেপ্তার শাওনের বিরুদ্ধে ৪টি মামলা আছে বলে ওসি মহসিন জানান।

Comments

The Daily Star  | English

Not for kidney patient, they tried to rob bank for iPhones

Police say three robbers fabricated a story claiming that the robbery was to save a kidney patient

34m ago