যুগান্তর সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার ৫০ কোটি টাকার মানহানি মামলা
সংবাদ প্রকাশের জেরে দৈনিক যুগান্তরের সম্পাদকসহ ২ জনের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।
মামলার অভিযুক্তরা হলেন—পত্রিকাটির সম্পাদক সাইফুল আলম ও কক্সবাজারের সংবাদদাতা জসিম উদ্দিন।
আইনজীবী গাজী হাসান মাহমুদ জানান, আজ বুধবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আলী হায়দার বাদীর জবানবন্দি রেকর্ড করেন এবং অভিযুক্তদের আগামী ১৪ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
মামলায় আফজালুর রহমান অভিযোগ করেন, গত ১০ আগস্ট যুগান্তরে 'স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুর কাণ্ড: কক্সবাজারে শত কোটি টাকার জমি দখল' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়, যা মিথ্যা ও বানোয়াট এবং প্রতিবেদনটি সমাজে তার নাম, খ্যাতি ও সুনাম ক্ষুণ্ন করে।
বাদীর ভাষ্য, এ সংবাদ সামাজিক ও রাজনৈতিকভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
এই ধরনের অপরাধের জন্য অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্যও তিনি আদালতের কাছে আবেদন করেছিলেন।
Comments