সাঈদীর মরদেহকে কেন্দ্র করে জামায়াত-শিবির তাণ্ডব চালিয়েছে: ডিএমপি কমিশনার

সাঈদীর মরদেহকে কেন্দ্র করে জামায়াত-শিবির তাণ্ডব চালিয়েছে: ডিএমপি কমিশনার
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহকে কেন্দ্র করে গতকাল রাতে জামায়াত-শিবির তাণ্ডব চালিয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। 

আজ মঙ্গলবার সকালে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু এবং তৎপরবর্তীতে জামায়াতে ইসলামীর প্রতিক্রিয়া সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

খন্দকার গোলাম ফারুক বলেন, 'গতকাল আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী রাত ৮টা ৪০ মিনিটে মারা যান। তার মরদেহ নিয়ে জামায়াত-শিবির গতকাল তাণ্ডব চালিয়েছে। পুলিশের ওপর আক্রমণ করে। গাড়ি ভাঙচুর করে বেশ কয়েকজন সিনিয়র পুলিশ কর্মকর্তার ওপর হামলা করে। ফজরের নামাজের পর পিজি (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) দখল করে নিয়ে ফেসবুকে লাইভ দিলে সবাই সেখানে চলে আসে। পরে বাধ্য হয়ে সীমিত শক্তি প্রয়োগ করি আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য।'

গতকাল রাতের হামলা ও ভাঙচুরের বিষয়টি বিবেচনা করে আগামীকাল গায়েবি জানাজার অনুমতি দেওয়া হবে না হলেও জানান তিনি।

 

Comments

The Daily Star  | English

IMF reaches agreement on $1.3 billion credit facility for Bangladesh

The global lender reaches agreement on third, fourth reviews of credit facility for the country

54m ago