বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রস্তাব

খালেদা জিয়া
খালেদা জিয়া। ছবি: স্টার ফাইল ফটো

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের প্রস্তাব করেছে রাষ্ট্রপক্ষ।

আজ মঙ্গলবার শুনানির সময় দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল আদালতকে খালেদা জিয়াসহ ৭ জনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে জানিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে বলেন।

এরপর ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক মো. আখতারুজ্জামান মামলায় আসামিদের পক্ষে শুনানির জন্য ২৬ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

এদিকে খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার শুনানি মুলতবি চেয়ে আবেদন করেছেন।

আবেদনে মাসুদ বলেন, সরকারের নির্বাহী আদেশে কারাগারের বাইরে থাকা খালেদা জিয়া অসুস্থ এবং তিনি তার গুলশানের বাসায় চিকিৎসা নিচ্ছেন। তাই শুনানি স্থগিত করা উচিত বলে জানান তিনি।

খালেদা জিয়ার ব্যক্তিগত হাজিরা অব্যাহতি দেওয়া হয়েছিল এবং মাসুদ আহমেদ তার অনুপস্থিতিতে আদালতে তার প্রতিনিধিত্ব করেন।

শুনানির সময় জামিনে থাকা অপর তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরীসহ দুইজন অনুপস্থিত ছিলেন।

অপর আসামি মো. সিরাজুল ইসলাম তার বিরুদ্ধে মামলা দায়েরের পর থেকে পলাতক আছেন।

২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) সর্বোচ্চ দরদাতাকে দেওয়া বড়পুকুরিয়া কয়লাখনি চুক্তিতে ১৫৯ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে খালেদা জিয়া ও তার সাবেক মন্ত্রিসভার ১০ জনসহ ১৬ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলাটি করেছিল।

২০০৮ সালের ৫ অক্টোবর এ মামলায় খালেদাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে দুদক।

বিচার চলাকালীন সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান ও আবদুল মান্নান ভূঁইয়াসহ ৭ আসামি মৃত্যুবরণ করেন এবং মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

Comments

The Daily Star  | English

Power, Energy Sector: Arrears, subsidies weighing down govt

The interim government is struggling to pay the power bill arrears that were caused largely by “unfair” contracts signed between the previous administration and power producers, and rising international fuel prices.

11h ago