ম্যাজিস্ট্রেটকে ঘুষ সেধে বরখাস্ত হলেন ইউপি সদস্য

চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে নিহত ২
স্টার অনলাইন গ্রাফিক্স

ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘুষ দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার একটি ইউনিয়ন পরিষদের সদস্যকে বরখাস্ত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সাতকানিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, পশ্চিম ধেমশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নাসির উদ্দিনকে প্রথমে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে কারণ দর্শাতে বলা হয়েছিল। ১০ দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারায় তার পদ শূন্য করা হয়। গত ১০ জুলাই তাকে পদ থেকে বরখাস্ত করে গেজেট জারি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার সাতকানিয়ার ইউএনও নাসিরের পদ শূন্য ঘোষণা করেন।

সাতকানিয়ার ইউএনও ফাতেমা তুজ জোহরা জানান, ফেব্রুয়ারি মাসে উপজেলার ধেমশা ইউনিয়নে এসি ল্যান্ডের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ইউপি সদস্যের সহযোগীরা ভ্রাম্যমাণ আদালতকে বাধা দেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘুষের প্রস্তাব দেন।

ম্যাজিস্ট্রেটের অভিযোগের ভিত্তিতে নাসিরকে সাময়িক বরখাস্ত করা হয়। কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হওয়ায় তাকে বরখাস্ত করা হয়।

যোগাযোগ করা হলে সাতকানিয়ার এসি ল্যান্ড আরাফাত সিদ্দিকী বলেন, 'গত ফেব্রুয়ারি মাসে পশ্চিম ধেমশা এলাকায় অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার খবরে আমি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। স্থানীয় ইউপি সদস্য নাসির ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা দেন এবং একপর্যায়ে তিনি আমাকে ঘুষ প্রস্তাব করেন।'

তিনি বলেন, বিষয়টি আমি জেলা প্রশাসককে জানাই এবং আমার অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন আইনগত ব্যবস্থা নেন।
 

Comments