লালমনিরহাটে মন্দির ভাঙচুর, স্বর্ণালংকার­-নগদ টাকা লুট

গোকুন্ডা ইউনিয়নের রতিপুর পশ্চিমপাড়া কেন্দ্রীয় শ্মশান মন্দিরের পূজারী মন্দিরে এসে কালী ও শিবমন্দির ভাঙচুর অবস্থায় দেখতে পান। ছবি: সংগৃহীত

লালমনিরহাট সদরের একটি মন্দিরে ভাঙচুর চালিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছে দুর্বৃত্তরা।

আজ বুধবার সকালে গোকুন্ডা ইউনিয়নের রতিপুর পশ্চিমপাড়া কেন্দ্রীয় শ্মশান মন্দিরের পূজারী মন্দিরে এসে কালী ও শিবমন্দির ভাঙচুর অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলাম। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরের মধ্যে যেকোনো সময় এ ঘটনা ঘটেছে।

মন্দিরের সভাপতি প্রমোধ চন্দ্র রায় দ্য ডেইলি স্টারকে বলেন, 'দরজার লোহার গ্রিল কেটে দুর্বৃত্তরা মন্দিরের ভেতরে ঢোকে। পূজার আসবাবপত্র, স্বর্ণালংকার, দানবাক্সের নগদ টাকা— সবমিলিয়ে প্রায় ৪ লাখ টাকার জিনিস চুরি হয়েছে।'

'পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছি,' বলেন তিনি।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছে। দ্রুতই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িতদের আটক করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Interim govt's delaying election process raising public concerns: Fakhrul

Criticising the chief adviser's recent suggestion to lower the voting age to 17, Fakhrul said the move would put the Election Commission (EC) on pressure.

17m ago