লালমনিরহাটে মন্দির ভাঙচুর, স্বর্ণালংকার­-নগদ টাকা লুট

লালমনিরহাট সদরের একটি মন্দিরে ভাঙচুর চালিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছে দুর্বৃত্তরা।
গোকুন্ডা ইউনিয়নের রতিপুর পশ্চিমপাড়া কেন্দ্রীয় শ্মশান মন্দিরের পূজারী মন্দিরে এসে কালী ও শিবমন্দির ভাঙচুর অবস্থায় দেখতে পান। ছবি: সংগৃহীত

লালমনিরহাট সদরের একটি মন্দিরে ভাঙচুর চালিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছে দুর্বৃত্তরা।

আজ বুধবার সকালে গোকুন্ডা ইউনিয়নের রতিপুর পশ্চিমপাড়া কেন্দ্রীয় শ্মশান মন্দিরের পূজারী মন্দিরে এসে কালী ও শিবমন্দির ভাঙচুর অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলাম। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরের মধ্যে যেকোনো সময় এ ঘটনা ঘটেছে।

মন্দিরের সভাপতি প্রমোধ চন্দ্র রায় দ্য ডেইলি স্টারকে বলেন, 'দরজার লোহার গ্রিল কেটে দুর্বৃত্তরা মন্দিরের ভেতরে ঢোকে। পূজার আসবাবপত্র, স্বর্ণালংকার, দানবাক্সের নগদ টাকা— সবমিলিয়ে প্রায় ৪ লাখ টাকার জিনিস চুরি হয়েছে।'

'পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছি,' বলেন তিনি।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছে। দ্রুতই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িতদের আটক করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Yunus to leave for NY on Sept 24

Chief Adviser Prof Muhammad Yunus is set to leave Dhaka for New York to attend the 79th United Nations General Assembly (UNGA) on September 24.

1h ago