ডিজিটাল নিরাপত্তা আইন

সুপ্রিম কোর্টে জবি শিক্ষার্থী খাদিজার জামিনাদেশ স্থগিত

ডিজিটাল নিরাপত্তা আইনে করা পৃথক দুটি মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার জামিন আদেশ ৪ মাসের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট।
ডিজিটাল নিরাপত্তা আইন
স্টার অনলাইন গ্রাফিক্স

ডিজিটাল নিরাপত্তা আইনে করা পৃথক দুটি মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার জামিন আদেশ ৪ মাসের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট।

আজ সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ২ মামলায় খাদিজার স্থায়ী জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।

পরে হাইকোর্টের জামিনের আদেশকে চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষ দুটি পিটিশন দাখিল করে।

খাদিজাতুলের আইনজীবী বি এম ইলিয়াস কচি দ্য ডেইলি স্টারকে বলেন, 'খাদিজা একজন কিডনি রোগী। গত ১১ মাস ধরে তিনি কারাগারে। ইতিমধ্যে তিনি দুই সেমিস্টারের পরীক্ষা দিতে পারেননি।'

সর্বোচ্চ আদালতের আজকের আদেশের পর খাদিজা কারাগার থেকে মুক্তি পাবেন না বলে জানান আইনজীবী।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২০ সালের ১১ ও ১৯ অক্টোবর কলাবাগান ও নিউমার্কেট পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে। মামলার অভিযোগপত্র দেওয়ার পর ২০২২ সালের ২৭ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়।

 

Comments