ব্যবসায়ীর টাকা ছিনতাই করে পালানোর সময় আটক ৩

ছবি: সংগৃহীত

মুরগী ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাই করে পালানোর সময় ৩ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা প্রায় ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। 

সোমবার বিকেলে রাজধানীর মিরপুর মডেল থানার মিরপুর ২ নম্বর সেকশনের লাভ রোড এলাকায় এ ঘটনা ঘটে। 

মিরপুর থানার ওসি মো. মহসিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার ৩ ছিনতাইকারী হলেন, মো. সাজিদ (২১), মো. কাওছার (২০) ও মো. সিরাজ (২২)। সাজিদ ও কাওছার রিকশাচালক। তারা রিকশা চালানোর ফাঁকে টার্গেট নির্ধারণ করেন।

জানা গেছে, ব্যবসায়ী মামুন তার ২ কর্মচারী লিমন ও সুমনকে রাজবাড়ী থেকে মুরগী কিনতে পাঠান। তারা দুজন ৪ লাখ ৮০ হাজার টাকা সঙ্গে নিয়ে মুরগী কিনতে বের হলে লাভ রোড এলাকায় তাদের প্রথমে চড়-থাপ্পর মারতে থাকেন। এক পর্যায়ে তাদের কাছে থাকা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু এ সময় তাদের চিৎকারে আশেপাশের মানুষ এসে তাদের ধরে ফেলে। 

পরে পুলিশ গিয়ে তাদের আটক করে এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধার করে।

 

Comments

The Daily Star  | English

Leading univs withdrawing from cluster system

Session delays, irregularities, and lack of central planning cited as reasons

10h ago