পুলিশের নির্যাতনে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ

স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পুলিশের নির্যাতনে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।

গতকাল সোমবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদের বুরুমদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলামের পোল্ট্রি ব্যবসা ছিল বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

পুলিশের দাবি, তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। তার বাড়িতে অভিযানের সময় পুলিশ দেখে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন।

তবে নিহতের মেয়ে মিথিলা আক্তার জানান, গতকাল বিকেলে সোনারগাঁও থানাধীন তালতলা পুলিশ তদন্তকেন্দ্রের সহকারী উপপরিদর্শক ইলিয়াস আহমেদ এক কনস্টেবলকে নিয়ে তাদের বাড়িতে আসেন৷ দুজনেই সাদা পোশাকে ছিলেন৷ তারা এক লাখ টাকা দাবি করেন তার বাবার কাছে, না দিলে ওই এএসআই তাকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর হুমকি দেন।

'আমরা ৫০ হাজার টাকা দিতে রাজি হয়েছিলাম, কিন্তু প্রস্তাব প্রত্যাখ্যান করে এএসআই ইলিয়াস আমার বাবাকে হাতকড়া পরিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমার বাবা বাঁধা দিলে পুলিশের সঙ্গে হাতাহাতি হয়। এরপর তারা আমার বাবাকে কিলঘুষি ও লাঠি দিয়ে মারধর করে। একপর্যায়ে বাবা মাটিতে লুটিয়ে পড়লে পুলিশ সদস্যরা সেখান থেকে চলে যায়।'

আহত নুরুল ইসলামকে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নুরুল ইসলামের তিন বছর আগে ওপেন-হার্ট সার্জারি হয়েছিল বলে জানায় তার পরিবার। তিনি একজন অসুস্থ ব্যক্তি হওয়ায় পুলিশের নির্যাতন সহ্য করতে পারেননি, বলে অভিযোগ করেন ঘটনার প্রত্যক্ষদর্শী পরিবারের সদস্য ও প্রতিবেশীরা।

মিথিলা বলেন, 'আমার বাবা ইনহেলার ও পানি চেয়েছিলেন, কিন্তু পুলিশ তা নিতে দেয়নি। আমার বাবা যদি ইনহেলার নিতে পারতেন তাহলে তিনি মারা যেতেন না।'

স্থানীয়রা জানান, নুরুল ইসলামের মৃত্যুর খবর শুনে আবারো পুলিশ তাদের বাড়িতে আসে। এসময় বিক্ষুব্ধ স্বজন ও প্রতিবেশীরা তাদের ঘিরে ধরে।

পরে বন্দর ও সোনারগাঁ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন ও সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লোকজনকে শান্ত করেন।

জামপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, ঘটনা শুনে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাও সেখানে যান।

চেয়ারম্যান বলেন, 'মৃত পরিবারের সদস্যদের অভিযোগ, গ্রেপ্তারের সময় পুলিশ তাকে ঘুষি ও মারধর করেছে, যেহেতু সে হার্টের রোগী ছিল সে অত্যাচার সহ্য করতে পারেনি৷'

তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলামের দাবি, মাদকসংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নুরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়।

'পুলিশ মাদক উদ্ধারের জন্য তার বাড়িতে গিয়েছিল। কিছুই না পেয়ে তারা স্থান ত্যাগ করে। হৃদরোগী হওয়ায় পুলিশের ভয়ে তার মৃত্যু হতে পারে,' বলেন তিনি।

'সাদা পোশাকে' অভিযানের বিষয়ে জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, 'কখনো কখনো প্রয়োজনে সাদা পোশাকে পুলিশ অভিযান চালায়।'

ওই ব্যক্তির বিরুদ্ধে মাদক সংক্রান্ত কোনো মামলা আছে কিনা এবং এর আগে কখনো তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা জানতে চাইলে নিশ্চিত করে কিছু বলতে পারেননি এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, 'আমি এ স্টেশনে নতুন৷ বিস্তারিত জেনে বলতে পারব।'

এদিকে সোমবার রাত থেকে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি এবং টেক্সট মেসেজের জবাব দেননি।

নুরুল ইসলামের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। এদিকে, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে বলে জানান পরিদর্শক সাইফুল ইসলাম।

Comments

The Daily Star  | English
Bangladesh bank reform plan 2025

Inside the 3-year plan to fix banks

Bangladesh has committed to a sweeping overhaul of its troubled financial sector, outlining a detailed three-year roadmap as part of its latest agreement with the International Monetary Fund.

10h ago